God Tussi Great Ho

ভগবান কি ? এলিয়েন কি?

আমরা কি  বলতে পারব ভগবান  কি???? কেউ কি সঠিক ভাবে জানে নাকি সবারই একটা ধারণা যে ইটা ভগবান ওটাতে ভগবান আছে. ইটা করবনা উনি পাপ দেবেন।....ওটা করব উনি খুসি হবে। কিন্তু কি করব ????
অনেকেই তো নাকি ভগবান ক দেখেছে কিন্তু আমাদে দেখাতে পারেনি। কারণ কি না ভগবান নাকি দুষ্টু লোকদের দেখা দেয় না.উনি অনেক পুণ্য করেছেন তাই ওনাকে দেখা দিয়েছে।আজব সব গল্প বানায় সবাই।যে ভগবান তাকে এই দিয়েছে ওই দিয়ে চে। অনেককে আবার নাকি মার ধর ও করেছে।...সত্যি খুব হাসিও পাই এই সব শুনলে।র কোনো কাজ নেই তো ভগবানের আর।
অনেকে বলে ভগবান নাকি সবার মধ্যেই আছে।সব কিছু দেখতে পাই সব কিছু সুনতে পাই।তাহলে কেন আমরা ডাকলে বা যদি কউ  বিপদে পরে সবার প্রথমে কিন্তু আমাদের মুখ দিয়ে ভগবানের নাম তাই বের হই। কিন্তু টাও সেই বিপদে ভগবানের টিকিটিও কুজে পাওয়া যায়না।
এই আমরা পেপার খুললে বা TV চালালে প্রতিদিনই দেখি কত অসহায় মে রেপ হচ্ছে।সুধু কি রেপ???না নৃসংস ভাবে মেরে ফেলছে তাদের। যেই নৃসন্সতা দেখলে একটা ছোট বাচ্চার বুক কেপে উঠবে। কিন্তু টাও নাকি ভগবানের কোনো মায়া হইনা।
কিন্তু কেন???
এটারও আবার বেক্ষা দিয়েছেন আমাদের পন্ডিত বেক্তিরা। কি না সেই অসহায় বেক্তিরা নাকি আগের জন্মে পাপ করেছে তারই সস্তি পাচ্ছে এখন।এটাকি সত্যি??? বন্ধুরা তোমাদের কি মনে হই। আমার তো মনে হই পুরোটাই ভন্ডামি।
তবেই তাহলে কি ভগবান নেই???????সবই কি আমাদের কল্পনা???এত জন মানুসের ধারণা ভুল????এত মন্দির , মসজিত , চার্চ কি তবে বেকার পুজো করছে??????সবার মনে এত শ্রদ্ধা ভক্তির কি কোনো মুল্য নেই?????
না আছে........বন্ধুরা। .....
.
.
.(আজ  আর সময় নেই কাল আবার আসব ভগবানের বাস্তবতা নিয়ে।) ...

No comments:

Post a Comment